নিরপেক্ষ বচনের আকার
- Get link
- X
- Other Apps
নিরপেক্ষ বচনের আকার (Propositional Form of Categorical Proposition)
নিরপেক্ষ বচন চার প্রকারের-
সদর্থক, সামান্য-নঞর্থক, সদর্থক, বিশেষ- বিশেষ-নঞর্থক। এই চার প্রকারের নিরপেক্ষ বচনের আকারগুলিকে নীচে উল্লেখ করা হল-
1) সামান্য-সদর্থক বা A বচনের আকার:
সকল S হয় P (A); অর্থাৎ, এর রূপ হল [সকল. হয়........।] এর মূর্তরূপ হল- সকল কবি হয় দার্শনিক (A)।
2) সামান্য-নঞর্থক বা E বচনের আকার:
কোনো S নয় P (E); অর্থাৎ, এর রূপ হল [কোনো......... নয়.........।] এর মূর্তরূপ হল-
কোনো মানুষ নয় সুখী (E)।
নিরপেক্ষ বচন
সামান্য বা সার্বিক-সদর্থক = A বচন
এর আকার: সকল Sহয় P
উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল (A)।
সামান্য বা সার্বিক-নঞর্থক = E বচন
এর আকার: কোনো Sহয় P
উদাহরণ: কোনো মানুষ নয় মরণশীল (E)।
বিশেষ-সদর্থক = 1 বচন
এর আকার: কোনো কোনো S হয় P
উদাহরণ: কোনো কোনো মানুষ হয় মরণশীল (I)।
বিশেষ-নঞর্থক = 0 বচন
এর আকার: কোনো কোনো হয় P
উদাহরণ: কোনো কোনো মানুষ নয় মরণশীল (০)।
3) বিশেষ-সদর্থক তথা। বচনের আকার:
কোনো কোনো S হয় P (I); অর্থাৎ, এর রূপটি হল [কোনো কোনো...হয়] এর মূর্তরূপ হল-
কোনো কোনো মানুষ হয় সৎ (I)।
4) বিশেষ-নঞর্থক তথা ০ বচনের আকার:
কোনো কোনো S নয় P (O); অর্থাৎ, এর রূপটি হল [কোনো কোনো................. এর মূর্তরূপ হল-
কোনো কোনো মানুষ নয় সৎ (০)।
- Get link
- X
- Other Apps